ঢাকের-কাঠি কাশফুল তুলোমেঘ
ক্রমশই মূল্যহীন হয়ে উঠছিল...
আমাদের মিলন স্থানেরও পরিবর্তন হয়েছে অনেকটাই
সময়ের সাথে সাথে আমাদের মনটা
গড়িয়ে গড়িয়ে
ধুলো-কাদা মাখা স্মৃতির পাতায়
অনেকটাই শব্দহীন...
দীর্ঘদিন।
দেখা নেই, কথাও নেই
একরাশ চুলের বাতাসী দোলন
কালো থেকে আরও কালোতর
সূর্যটাও যেন আলো থেকে আরও আলোকতর
গা ঘেঁষাঘেঁষি ঘাসগুলো
সজীব হয়ে উঠত খিলখিল হাসিতে...
আগমনী থেকে বিসর্জন
সারাক্ষণ
তোমার আশেপাশে এখন শুধুই ফেসবুক,
বন্ধুবান্ধব রান্নাবান্না অমুক-তমুক
আমি ব্রাত্য।
শুভ সপ্তমী...
শব্দদুটি
কোথাও একটা সকাল খুঁজে বেড়ায়-
© কমল নুহিয়াল / ২৭/০৯/২০১৭ দুপুর ৩ঃ০০