আমার কথার ভেতরেও কিছু উপকথা ছিল
বুকের বাতাসে কুণ্ঠিত ইচ্ছেগুলো ঘূর্ণিপাক খায়
সবগুলো হয়তো আমার ঠোঁট ছুঁয়ে
তোমাকে স্পর্শ করতে পারেনি      মোনালিসা…
  
ইদানীং অনেক কথার পেট-চিঁরে  
রক্তমাংস ছড়িয়ে থাকে চারপাশে,  
লাশকাটা হিমঘরে হাজার বছরের কথাগুলি
তোমার আবেগে প্রাণ পায় ।

অব্যক্ত ভাবনার উপকথাগুলি
কম্পিত বুকে হাত নাড়ে

           আলো দাও…      আলো দাও…