রঙধনু রঙ সব ছড়িয়ে আকাশে মায়ার বাঁধনে ঘেরা
মেঘেদের আনাগোনা চোখের ভেতর ঢেউতুলে রয়ে যায়
কত কথা কত ব্যথা জমছে যখন পাখিদের ঘরে ফেরা
গোধূলিতে ধুলো ওড়ে বিবশ বাতাসে ভেসেথাকা বড় দায়
সাঁঝবাতি হাতে নিয়ে তুলসী তলায় বঁধুটির শাঁখধ্বনি
বায়ুবয় মৃদু-মৃদু চৈত্রের সন্ধ্যায় পাতা করে তির-তির
মাঠ ছেড়ে ছেলে-মেয়ে চলেছে ঘরেতে; গান ধরে খুকুমনি
একদল হাটুরের ফিরতি বেলায় অকারণে জমে ভিড়।
কালো-মেঘ জমা হয় নিকষ সন্ধ্যায় বাড়ে যেন অভিমান
বঁধুটির উলুধ্বনি গভীর শোনায়; মুখে তার ছায়া ম্লান
আলো সব জ্বলে নেভে; গাছের তলায় পথিকেরা থেমে গেছে
বায়ু জোরে জোরে বয় শাখায় শাখায় আকাশটা ঝুঁকে আছে।
ঝড় জল ঝন-ঝাঁট, মনের ভেতর জমে ছিল এতকাল
গাছপালা তোলপাড়, ভাঙছে হৃদয় পৃথিবীটা বেসামাল।।
--------**-----**--------**--------**--------
অন্তমিল রীতি ঃ কখকখগঘগঘ । ঙঙচচ । ছছ
মাত্রা সংখ্যা ঃ ২২
পর্ব বিন্যাস ঃ ৮+৬+৮