জমায়িত কিছু জল      ধুয়ে মেলে রাখছি      তপ্ত উঠোন
শ্যাওলা      সজীবতা ও সবুজতা     হারিয়েছে বহুদিন
কালে এবং আকালে      প্রাণবায়ু বাদামী হয়েছে    
         ছোটবেলার ঘাস-মাঠ উধাও   সমষ্টিগত ভাবেই
                                 ধরে রাখি জমায়িত জল…

একদিন এরকম কিছুই ছিলনা      এরকম থাকেও না
দুপুর গড়িয়ে গড়িয়ে  তালপুকুরে যখন সূর্য নামে
           তেজস্বী রশ্মিগুলো পাতায় পাতায় ঝুলে থাকে
ঠিক তখনই তোমার ঝুলবারান্দায়     এলোচুল
একগাল হাসির শব্দ    ব্যঙ্গ করে    ডাক দেয়
  
      আড়ষ্ট পায়ের  পথে পথে বরফ  
      জমা জলে অন্ধকার নামে
দূরে    অনেকটাই দূরে      ফেলে আসা সময়ের প্রদীপ
বাঁচার বার্তাবহ    আলো রেখা     শ্বাস নেয়…