জীবনের জঞ্জাল জমিয়ে জমিয়ে
আমার আসবাবের আলমারি পরিপূর্ণ
নবীনেরা গড়াগড়ি খায় অবহেলায়
ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনায়
পরিবারে উত্তাপ বাড়ে
বলপ্রয়োগে বন্ধ কপাট খুলে দিলাম
প্রচণ্ড বেগে বেরিয়ে এল
আকাঙ্ক্ষার একরাশ ধূলিঝড়
বুকের পাঁজর নিংড়ে নিংড়ে
রক্তের নির্যাসে জন্মানো কবিতারা
ভূলুণ্ঠিত …
পরিবারের চোখ যেন বাঁশবাগান
পাতার ফাঁকে ফাঁকে সূর্যের রেখার মতই
অসীম আনন্দ
আমার মেঘ জমেছে
আটকে রাখি ঢেউ
দাউ দাউ চিতার আগুনে
নীরবতার সাক্ষী সযত্নে লালিত কবিতারা…