জীবনের জাবেদায় হিসাব-নিকাশ     হিজিবিজি
ডানদিক মেলাতে গেলেই
বেসামাল বামপাশ,
যাকিছু লেখা আছে
ত্বক জুড়ে নখের আঁচর
বয়ে যাওয়া জীবনের দিনলিপি
নিথর সাগর…

এক দোয়াত ভ্যানিশিং কালিতে
কতটুকুই মোছা যায় ?

দু-চারটে কাগজপোকা জন্মেছিল
সূচিপত্র কামড়ে মরে গেছে।

জাবেদার ওলটপালট সংসারে  
     ডান ও বাম দুটোই এখন
কচুরিপানার হিজিবিজি        মরাগাঙ…