অতি সবুজ মন্দ নয়,
              বাঁদরের বড় ভয়
শুধুশুধুই লম্ফঝম্প
              এপাং ওপাং ঝপাং
তার চেয়ে ঢের ভালো
              মরুভূমি মরাগাং
গাছে গাছে গেছো-ব্যাঙ
              ঝালাপালা গ্যাঙ গ্যাঙ
ঘাড়ে এসে পড়ে বুঝি
              গোবদা হাতির ঠ্যাঙ ।

জন্তু ও জানোয়ার
              হরেক-রকম্বা
জিরাফ সেজেছে গরু
              গলা করে লম্বা
তোমাকে বাঁচাতে পারে
              খোদা আর রব্বা
আব্বার হাঁক শুনে
              পালিয়েছে বুম্বা
বাঁচতে যদিবা চাও
              শোনো অম্বার গর্জন
সবুজেরে করো তোবা
              করো তুমি বর্জন ।  


বিঃ দ্রঃ – এই ছড়াতে কারও লেখার সাথে যদি মিল খুঁজে পান, সেটা নেহাতই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত ।