তোমার সৌন্দর্যের ব্যাখ্যা অতল     বালিময়
যেন হাহাকার ছড়িয়ে রয়েছে  এক-বুক
    বালিয়াড়ি বুকে
               তুমি মুক্ত-ঝিনুক।

দু’চারটে তবুও উঁকি দেয়      আলগা ঠোঁট
যতই গহীনে যাই    খাচ্ছি হোঁচট
কে কার প্রতিকূলে  
              অকারণ হৈ চৈ

পিছলে যাচ্ছে বালি     বু্যঢ় আঙুলের ফাঁক
তুমি আছ সেইখানে
          যেখানেই জল অথবা বালিকণা অথৈ…  


----------- *******------------


বু্যঢ় >  ব্যাপক, পৃথু, বিস্তীর্ণ, প্রশস্ত, ডাগর, চওড়া,