পশ্চিম-আকাশ রাঙা হলে
একমুঠ আলো তোমার ঠোঁটে নীড়ে
চোখদুটো সাঁঝবাতি; গো-কুলের ঘণ্টাধ্বনি
ঘরফিরতি আনন্দটুকুই ব্যক্ত করে …
পাখি, তুমি কি জানো আমি পথ হারিয়ে ফেলছি
দুপুর গড়িয়ে গেলেই একরাশ কুয়াশা
বরফ হয় আমার চোখজুড়ে;
তুমি কি জানো সন্ধ্যে হলেই
একঝাঁক ফণীমনসা জন্ম নেয়া পথ অপেক্ষায়
তুমি কি জানো, হাজার সূর্য আমার ঘরে তমসাবৃত
একটা রাত্রিকি দিতে পারনা
তোমার আলো ছোঁয়া …