একটা মেঘ          ধূসর কিংবা গাঢ়
একটি মেয়ে          আকাশ মেঘে ঢাকা
একটা বাতাস        সুবাস রাখে বুকে
একটি মেয়ে          সুবাসিত বাতাসে
একটা আলো         মিষ্টি তার মুখ
একটি মেয়ে          মুখে আলোর ছটা
একটা রাত          নিবিড় ভালবাসা
একটি মেয়ে          রাতকে ভালবাসে
একটা ফুল           প্রেমের অঙ্গিকার
একটি মেয়ে          ফুলের সাথে প্রেম...

                        অকস্মাৎ , কেন শ্রবি জীমূতনাদ
                        সমীরণ কুপিত কালবৈশাখী
                        রৌদ্রতাপে বিদীর্ণবক্ষা মেদিনী
                        নিগুঢ় তমিস্রায়
                        শোণিতপাত পুষ্পকণ্টকাঘাতে !

একটি মেয়ে         গর্জে ওঠা মেঘ
একটি মেয়ে         রুদ্র বাতাস রূপ
একটি মেয়ে         ছলনাময়ী আলো
একটি মেয়ে         ভীষণ কালো রাত
একটি মেয়ে         কাঁটায় ভরা ফুল...

                        দাঁড়িয়ে থাকা আমার সন্ধ্যাবেলা
                        ওই মেয়েটি আমায় ফিরিয়ে দাও
                        সাজিয়ে রাখে আমার জন্য ফুল
                        ওই মেয়েটির রৌদ্র-ছায়া মন
                        ওই মেয়েটির কৃষ্ণ কালো চুল।

____________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি