বেঁচে থাকার কোনও ইঙ্গিত নেই
পূর্বাভাসও নেই ঝটিকা কোনও বর্ষার
শীতরাতে, তবু আছি
উষ্ণতার প্রলেপ কাঁথা গায়ে
নিদারুণ নিস্তেজ
তিনভাগ অন্ধকার মেখে
একফালি চাঁদ হয়ে ভেসে আছি।
মূল্যহীন ঔজ্জ্বল্যহীন
কুয়াশার শীতরাতে তবু আছি।
শুধু কি আমিই একা শান্ত শ্রান্ত আছি?
কেন তবে লাল-চোখ
বুনে যায় মায়াজাল
কেন তবে রোপিত হয় শিশিরের কণা
রুক্ষ মাটির বুক চিরে
কেন ওই সহোদর ধ্রুবতারা
দাঁড়িয়ে রয়েছে ঠায় শান্তির কামনায়...
একা নই,
তরুণী বর্ষার উত্তাপ
আশরীর মেখে নিতে আমি একা নই।
__________________________________
কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি