দেওয়ালে কারা যেন লিখে রেখেছিল-
“ফুল ফুটুক না ফুটুক , আজ বসন্ত”
মোনালিসা, তোমার কি মনে আছে
পাঁচশো বছর আগের সেই দিনটি
কোন ঋতু ছিল কোন কাল
সেকি রাত্রি ছিল
না স্নিগ্ধ সকাল
গ্রীষ্ম না বর্ষা শরৎ নাকি হেমন্ত
অথবা কণকণে শীতের হাড়হিম হাওয়ায়
যেদিন তোমায় প্রথম দেখেছি
তুমি কি বলতে পারো সেদিনও ছিল বসন্ত...
আমার মনে আছে কারণ তোমাকে আমি একদিন মাত্র দেখেছি
সেদিনও বসন্তই ছিল
সেদিন তোমাকে পূর্ণগ্রাস করেছিল আমার মন
সেদিন থেকেই আমি পলাতক
সেদিন থেকেই আমার সঙ্গী
আনমনে দাঁড়িয়ে থাকা তুমি
আর তোমার ঠোঁটে লেগে থাকা
বাসন্তি বিকেলের নিখাদ সন্ধিক্ষণ –
আমার কোনো কিছুই ধ্বংস হয়নি
তুমি আমাকে দেখনি, রাগও করোনি
বিধ্বংসী হওয়ার অবকাশ ছিলনা তাই ...
অনেকদিন বাদে, যখন জেনে গেছ
যখন চিনে নিয়েছ কে তোমার "লিও"
কি করে যাই ?
আমি জন্মপলাতক, মলিন বেশ
আমি পালিয়ে বেড়িয়েছি এদেশ-ওদেশ
আমার চুল উস্কোখুস্কো গালভরা দাড়ি
তোমার রাজসিক চিরযৌবনে
তোমার চিরবসন্তে - মোনালিসা
ফুল ফুটুক না ফুটুক ,
আমি বেমানান...
© কমল নুহিয়াল ২৩/০৮/২০১৪
** এক কবি সম্মেলনে শ্রদ্ধেয় কবি সুভাষ মুখোপাধ্যায় এর কবিতা থেকে " ফুল ফুটুক না ফুটুক" একটি ব্যানার এ লেখা দেখেছিলাম। সেখান থেকেই এই কবিতার অনুপ্রেরণা।