দু’একটা আঁচর
লিখে রাখে শরীর
প্রতিটি দাগের ইতিবৃত্ত
জমা হচ্ছে মনের ভেতর -
নখ ছাড়াও কিছু কিছু আবেগ-মিশ্রিত ধাতব দংশন
ছেড়ে যায় স্পর্শের চিহ্নগুলি
টুপ টুপ করে ঝরে পড়া রক্তবিন্দু
মাটিতেই লেখে কান্না ও কবিতা…
একদিন পরিচয় হারিয়ে যাবে
বেদনাঘন দাগের তলায়।
হয়তো, শুষ্ক নদীতেই
জেগে উঠবে বন্যা
আর ভেসে যাবে কালো ছায়া শরীর ।