আশেপাশে কিছু মেঘ জড়ো করেছিল চৈতি
তার ধূসর রঙে
স্বপ্নেরা জমা হচ্ছে
বয়স যতটা গড়িয়ে যাচ্ছে
মেঘগুলি ততটাই গাঢ় থেকে গাঢ়তর হয়…
আবার কি স্বপ্ন দেখার পালা!
একবার তুমিও ঝড় এনেছিলে,
আমি স্বপ্নগুলো সাজিয়ে সাজিয়ে
বন্ধ করেছি চোখ-পাতা
কিছুটা লাজুকগন্ধ ভাসিয়ে দিয়েওছিলাম ক্ষণস্থায়ী
টুকরো টুকরো ছড়িয়ে যাওয়া স্বপ্নেরা
বাতাসে ঘুরপাক খায়…
আসলে, স্বপ্নেরা কখনোই ধরা দেয়নি
যেটুকু মুহূর্তগত উষ্ণতা
আমার ত্বক নিংড়ানো স্বেদজলে
গহীন ছায়া ছেড়ে গিয়েছ…
চৈতি, তোমরা কি শুধুশুধুই স্বপ্ন দেখাও ?