সময়ের চাকা ঘুরছে ক্রমাগত ঘড়ির ভেতর
আমার তারুণ্য থেকে যৌবন এবং মধ্যগে
চলমান দুটি কাঁটাই একমাত্র বাস্তব …
কলেজ মাঠের ঘাসগুলি এখনো জন্ম নেয়
ঘাসের বীজ থেকে উষ্ণ পরশ
তোমার বাসন্তী শাড়ির গন্ধ
সোনালী রোদের মায়াবী হাসি
আলপনার মতই জেগে ওঠা ভোর
বুকের ভেতর পরাবাস্তব…
তুমি আছো,
হলুদ কিম্বা ধূসর অথবা পলাশের ঔরসে ।