রাত্রিটা শেষ হলে বসন্ত আসবে
কথা ছিল দু-চারটে কোকিল ডেকে তুলবে    ভোর
রৌদ্র প্রখর;    দেহের বাসন্তী-ত্বক পুড়ে পুড়ে
দারুচিনি…

প্রতিটি পলাশের গল্প থাকে, আমি
কানপেতে শুনেছি ভ্রমরের চুম্বনধ্বনি    বহুবার  
কুঁচকে যাচ্ছে ত্বক  তবুও নিরর্থক
প্রহর গুনি

কথা মতই বসন্ত আসে  এবং চলেও যায়
কোকিলেরা  দু’বেলা ডাকে   প্রেমসিক্ত
আঙ্গিনায়;  অপেক্ষার রাত্রি আর বিলাপিত দিনে
বয়সের পদধ্বনি

বসন্ত কথা রাখে   অথচ
আমার বয়স বেড়ে যায় ….