যুদ্ধ, শুধু যুদ্ধ আর যুদ্ধ
যেন পরাজিত সৈনিক-
ভাঙছে পাঁজর ভাঙছে চোয়াল
ভাঙে মেরুদণ্ড ও ঘাড়
কখনো ভেবেছ কথায় কথায় মন ভাঙছে কার…
এখন এগুলো দৈনিকি,
একেকজন আসে, বুটের শব্দ বাতাসে ভাসে
কান্নাগুলো বুকের ভেতরে বায়ু হয় সামাজিকতায়
যুদ্ধ, শুধু যুদ্ধের জের চলে
পরাজিত সৈনিক প্রহারিত দফায় দফায়…
গুলি করো, একটা বোমা মেরে ছিন্নভিন্ন কর দেহ
কতদিন! কতবার এভাবে ভেতরে ভেতরে মরা যায়
হিসেব করেছ কি, কত নদী চোখের পাতায় শুকায়…
কারার ঈশান কোণে পরাজিত সৈনিক
রক্ত ঝরছে বুকে
আছে শুধু
বুটের শব্দ আর শব্দে শব্দে শাণ দেওয়া বেয়নেট ।