না-ফেরার পথে ক্রমশই কুয়াশা সরিয়ে দিচ্ছে
বাক্যবাণ;
শিশিরের মত বিন্দু বিন্দু অভিমান
হৃদয় রক্তরসে ঢেউ তোলে সামূদ্রিক
শব্দের তরঙ্গ ক্ষণিক হলেও,
মনের গর্ভাশয়ে এদের নিষিক্তকরণ এবং লালন
অতএব, বাক্যগুলি বড় হয়
বোমার মতই ছিন্নভিন্ন করে দেহ…
চেনা পথগুলি ঝাপসা হয়ে আসছে
ওই যে দূরে না-ফেরার মাইলফলক
ওইখানে নিঃশব্দ ঝিলের ধারে
হাতের ইশারায় ডাকছে আত্মসম্মান
নৌকোটা নিয়ে আয় মাঝি…