আমার উস্কো চুলে তেল মেখে দাও
সিঁথি থাকুক মধ্যিখানে
বেণীটাকে আরও বাঁধো
মুখটা যেন চোখ টানে ।
কপালে আমার কুমকুম দাও
অভ্র থাকবে চোখের কোণে
গালের আভা উজ্জ্বল হবে
ঠোঁট আঁকাবে তুলির টানে।
চিবুকে একটি তিল এঁকে দাও
নোলক নাকের বাঁ-দিক পানে
জড়োয়া হার থাকবে গলায়
দুল থাকে যেন দুইটি কানে।
মা, আমার নৈবেদ্য সাজিও
ওরা দেখতে আসবে।
__________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি