সূর্য যখন পশ্চিমে ডুবে যায়
গাছের ছায়ায় রাত্রি একাই নামে
ভগ্ন হৃদয় চাঁদের ব্যঙ্গ হাসি
জ্যোৎস্নার আলো অনন্ত ঘিরে জাগে।

পথিক আমরা চিরদিনের মৌ-বনে
অশ্রুতে জ্বলে মঙ্গলময় আলো
সোনার চাদরে বৃক্ষরা মাথা ঢাকে
শূন্য আকাশ শিশির কণায় কাঁদে।

ভাবনায় আজ দাঁড়িয়ে স্তব্ধ নদী
জলধর তুমি সূর্যকে রাখ ধরে
বৃক্ষতলায় বিশ্রাম হোক ছায়ার
বেদনারও তো আলো ও বাতাস লাগে।

আলোক সাগরে অজবীথি শেষ হয়
সিঁড়ির অন্ত আমার অনতিদূরে
আসবে না আর অন্ধ নিশীথ রাত
আলোক লতারা জ্বলছে দীপ্তি রাগে।  

  
__________________________________

কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি