যাকিছু দিয়েছ তার    ফিরিয়ে দিলাম সবটাই
এক আকাশ শূন্যতাই
      এখন শুধু সম্বল;

        আমি ভাসিয়ে দিচ্ছি নিজেকে     পেঁজা-তুলো
সময়ের ধুলোবালি মেখে কালো হব
ভেতরের রক্তরস নিঙরে নিঙরে
একদিন সূর্যটাকেও বগলদাবা করে    
তোমার শিয়রে রেখে যাব      আলো চিরন্তন…


আমি বেঁচে থাকব তোমার ভেতরে ও বাহিরে।