একটি কুসুমের মত ভেসে আছি
শূন্য উদাস নীলাকাশে।
একে একে সকলেই চলে গেছে
আমার রাত্রি, আমার সকাল
আমার প্রশ্ন, আমার স্বপ্ন...
হারিয়ে যাওয়ার বেদনায়
অশ্রুতে চরাচর ভেসে যায়,
অতলে ডুবে আছি আমি
চারিদিকে নীল... নীল... নীল...
ওইখানে ছোট্ট লাল গোলাকার
কে এঁকেছে সিঁদুরের টিপ
জলুসে কার ঝলসে উঠছে চোখ
কেন বেজে ওঠে ঘুঙরু যৌবন...
আবার কি স্বপ্ন নামছে ঘিরে
কোথায় হারাবো এবার শূন্য-নীল ?
______________________________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি