ভালোবাসতে আমার ভয়
ঘৃণা করতেও ভয় হয়
সব কিছু তুষারাবৃত শ্বেত শুভ্র মনে হয়।
ফারাক খুঁজে না পাই,
কে ভালবাসে আমায়, কার ঘৃণার স্রোতে ভেসে যাই।
কে আছে শুভাকাঙ্খী, কার হিংসায় পুড়ে হই ছাই।

সহসা আশংকা হয়,
সুখের সাম্পানে চড়ে হঠাৎ
কখন কে যে উদয় হয়।
ধ্বংস করতে কে চালায় সুনামির সন্ত্রাস,
চূর্ণ-বিচূর্ণ হৃদয় ফেলে যায় নরকের পাশ।
কালো নর্দমায় যদি ভরে যায় চারপাশ,
ধূলায় নামাতে পড়ায় কেহ অবমাননার ফাঁস।

আরও কতশত ভয় হয়,
নিজ হৃদয়ের ছিন্ন টুকরো যদি
কখনও নিজেকেই কুড়াতে হয়।
যতনে গড়া প্রেম যদি অযতনে হয় ক্ষয়,
ভালোবাসতে তাই বড় ভয় হয়।

মনের দুয়ার খুলতে সদা জাগে ভয়,
প্রেমীদের পদচিহ্ন হেথা আঁকা পড়ে রয়।
কেন তবে ভালোবাসা হয়,
হয় না যদি এর শুভ পরিণয়।