যে ভালোবাসায় গেঁথেছি কত ঝরা বকুলের মালা
যে ভালোবাসায় সাজিয়েছিলাম কতো না কথার ডালা।
যে ভালোবাসায় অজানা সুখের স্বপ্ন গেছি বুনে
যে ভালোবাসায় কৃষ্ণচূড়া টা রাঙা হয় ফাল্গুনে।
যে ভালোবাসায় তৃপ্ত হয়েছে তৃষিত এ হৃদয়
যে ভালোবাসায় জেনেছি আমার অচেনা পরিচয়।
যে ভালোবাসায় সুবাস ছড়ায় পাপড়ির ভাঁজে ভাঁজে
যে ভালোবাসায় স্বপ্নিল ঘুড়ি উড়ে নীলিমার মাঝে।
যে ভালোবাসায় লাউয়ের ডগা উঠে কঞ্চি বেয়ে
যে ভালোবাসায় রাত বিরাতে কোকিল উঠে গেয়ে।
যে ভালোবাসায় হৃদয় নাচে যন্ত্রণা ছুটে পালায়
যে ভালোবাসায় মুক্ত বিহঙ্গ ফিরে আপন কুলায়।
যে ভালোবাসায় আঁখির কোণে ঝরে মঙ্গল মিনতি
যে ভালোবাসায় দূরে গেলে বাড়ে কাছে আসার আকুতি।
যে ভালোবাসায় জীবন বাঁচে সুখে টইটম্বুর
যে ভালোবাসায় বছর কাটে যেন যুগের পর।