কেন বহু বছর পর
তুমি খোঁজ নিয়েছো আজ?
হয়তো বুঝতে চেয়েছো
সুখে আছি না কষ্টে আছি
নাকি হয়েছি বরবাদ।

কি আর বলো দরকার?
ভেবে নেই আর কাজ,  
জীবন দিয়েছে প্রসন্ন চিত্তে
সুখের ঠিকানা অনুরাগে ভরা,  
মিটেছে মনের সাধ।