আসছে ফাগুনের এক অখণ্ড অবসরে
বিরহী কবিতার সব বই নেবো পড়ে।
জানবো তোমার পরান বৃক্ষের তলে
এ কোন আলো বিজলীর মতো হঠাৎ নিভে-জ্বলে।

জানবো অনল কোথায় জ্বলে কোথায় বা তার ঘর
তোমার সাথে কাহার বসত কে করিল পর।  
জানবো তোমার কি ব্যথা কাঁদে অবুঝ শিশুর মতো,
সময়ের বুকে দিনে ও রাতে লুকিয়ে কত ক্ষত।

কেমন করে বাঁচ তুমি কেমন করে হাসো,
কোন নদীতে কাট সাঁতার কোন তরীতে ভাস।
কেমন করে কষ্টের ফুলকি অক্ষর হয়ে ঝরে,
নীল বেদনার ঝর্ণা তোমার কোন নদীতে পড়ে।

কেমনে কাটে ভরা মৌসুম কেমনে কাটে বছর,
কে তোমারে দাহে সদা,কে কাটে দুঃখের আঁচড়।
বিষাদের করুণ কোন কাহিনী মানবী র বেশে ঘুরে,
কোন নৈরাশ্যে সুখের ময়না উইড়া গেলো দূরে।

কে যাতনা দেয় তোমায়, কে পোড়ায় দিবানিশি,
কোন দুখ স্মৃতি কাঁদিয়ে ভাসায়, কে বাজায় বিষের বাঁশি।
কে তোমায় সাজায় কালো কাজলে, কে দেয় সুরমা চোখে,
কে যতনে আগলে রাখে তোমায়, সান্ত্বনা দেয় দুঃখে।