আমাকে বিমান বন্দরে বিদায় দিয়ে
পিছনে থমকে দাঁড়িয়ে ছিলে তুমি,
অপলক আমার চলে যাওয়ার পথে তাকিয়ে ছিলে
এক নির্বোধ অসহায়ত্ব নিয়ে।
আমিও ফিরে তাকাইনি
অনেক দূর পর্যন্ত।
নিজেকে সংবরণ করতে না পেরে
যখন ফিরে তাকিয়েছি,
তখন আবছা তোমায় দেখেছি পাথরের
মত অনড় দাঁড়িয়ে থাকতে।
হয়তো ভেবেছিলে আবার কবে দেখা হবে,
নাকি আদৌ হবে না।
এভাবে বিচ্ছিন্ন হবার যন্ত্রণা বড়
নির্দয় ও নিষ্ঠুর।
মন কখনোই মানতে চায় না।
তবুও জীবন দেয়নি রেহাই।
কষ্টের পাথর বুকে বেঁধে
দু’চোখে ঝরে পড়ে বিরহের কান্না।
নীরব আর্তনাদ বুকে বাধা পড়ে,
নি:শ্বাস চেপে ধরে।
তবুও চেয়ে থাক দূর আকাশের পাড়ে।
দৃষ্টি সীমা ছাড়িয়ে আমার চলে যাওয়া
কোন গন্তব্য হাজার মাইল দূরে।
দু’হাতে অশ্রুবিন্দু মুছে ফেলে
তুমি শক্ত হয়েছ আবার,
শুরু করেছ অপেক্ষা পুনরায় দেখা পাবার।
ক্যালেন্ডারের পাতায় দিন
গুনতে গুনতে বছর দৌড়ে পালায়।
ভালবাসা ডুকরে ডুকরে কাঁদে
অভিমান আর দীর্ঘ প্রতীক্ষায়।