চলে যেতে চাইলে অজুহাতের কি অভাব হয়
ভালোবাসা হারিয়ে গেলে জানি শুধু অবহেলা পরে রয়।
থাকতে চাইলে তুমি হাজার দোষের ভিড়ে
কোনো একটা কারণ খুঁজতে পিছন ফিরে।

ভালোবাসা প্রত্যাখ্যাত হলো সহজ লভ্য বলে
ছিঁড়ে যাওয়া বন্ধন আজ জুড়বে কোন ছলে।
নীরবে তুমি গেলে চলে আলোর রেখা ধরে
আমায় রেখে নির্জন অন্ধকার প্রান্তরে
কত সুখস্মৃতি মধুর অনুভব কাঁদে এই ভাঙা হৃদয়ের পরে।
মাড়িয়ে গেলে কত প্রতিশ্রুতি কত স্বপ্নের কুঁড়ি  
আমি পরম যত্নে আগলে রাখি সব
আত্মার গহীন কোটরে রাখি ধরি।  

কি সাধ্য বলো ঠেকাই তোমার প্রস্থান
মেনে নিয়েছি এ আমার নিয়তির অভিধান।  
বিশ্বব্রহ্মাণ্ডএ পরিবর্তন অনিবার্য গোচরে বা অগোচরে
আমি তুমি তার অবিচ্ছেদ্য অংশ তাই ফাটল অস্তিত্বের পরে।  
ছিল দৃঢ় বিশ্বাস,তুমি একা ছাড়বে না আমায়
আমরা আঁকড়ে থাকবো দুজন দুজনে শত দুঃখ ব্যথায়।

বাধ্য হয়ে আমিও গেলাম সরে তোমার থেকে দূরে
অস্তগামী রবির মতো দিগন্তের সীমা ধরে ।
জানি হারানোর ব্যথা সয়ে নিতেই হয়
কষ্ট লালন করে লাভ কিছুই নয়।

তোমার জন্য আজও আমার অনেক কষ্ট হয়।
কাউকে বলি না মুখ ফুটে  
কাঁদি না চিৎকার করে, মর্মে দহন হয় ,
মাঝ রাতে ভেঙে যায় ঘুম
নিশি বয়ে যায় ক্লান্ত চোখে ভাবনায় নির্ঘুম।

কষ্টেরা আমাতে ছায়ার মতো লেপটে থাকে,
আমি ফিরে ও তাকাই না তবু  বার বার পিছু ডাকে।
একটুও কমে না প্রতিদিন বাড়ে অল্প অল্প,
তুমিই বলো আমি কি করে লিখবো আরেক নতুন জীবনের গল্প?