তোমার ঘৃণায় রক্ত ছড়াবে নায়াগ্রা জলপ্রপাত,
আকস্মিক সব সুপ্ত গিরি ঘটাবে অগ্ন্যুৎপাত।
তোমার ঘৃণায় সূর্যটা বুঝি হারাবে তার আলো,
প্রজাপতিরা রং বদলাবে হবে কুচকুচে কালো।
তোমার ঘৃণায় হিমালয় পর্বত গলবে মোমের মত,
জ্বলবে না আর রাতের বুকে তারকারাজি যতো।
তোমার ঘৃণায় বাতাসের সব নাইট্রোজেন যাবে উড়ে,
বদলে তার বিষাক্ত গ্যাসে চারপাশ যাবে ভরে।
তোমার ঘৃণায় আমাজন জঙ্গল জ্বলে পুড়ে ছারখার,
নীল নদ তার ঢেউ হারাবে থাকবেনা স্রোত আর।
তোমার ঘৃণায় ফুল কুঁড়ি সব নিমেষেই যাবে ঝরে,
প্রাণের স্পন্দন রইবে না আর কোন সাগরের তরে।
তোমার ঘৃণায় সাজানো পৃথিবী হয়ে যাবে ছিন্ন ভিন্ন,
রংধনুতে রবে না আর রংয়ের কোন চিহ্ন।
তোমার ঘৃণায় হৃদয় সিংহাসনে অবিরাম এই দহন,
ঘটতেও পারে অনির্দিষ্ট কালের চন্দ্রগ্রহণ।