আমাকে আঘাত করতে
তুমি তোমার শেষ অস্ত্র জিহ্বা টুকুও বাদ রাখোনি।
শানিত কণ্টকাকীর্ণ শব্দের প্রতিটি তীরে
হৃদয়কে বিদীর্ণ করেছে এপাশ ওপাশ।
আমি রক্তাক্ত হয়েছি বার বার
তুমি চোখের ভাষা বুঝতে চাওনি
নীরব কান্না শুনতে পাওনি  
তুমি ভ্রূক্ষেপ করোনি
তুমি থামোনি ।

আমি যতো চেষ্টা করেছি তোমাকে কাছে টানতে ,
তুমি ততো সুযোগ খুঁজেছো আরো জোরে আঘাত করতে।
আজ আমি মৃত তোমার পৃথিবীতে
এখন আমি অভিযোগ অনুযোগ হীন মুক বধির ।
তোমার কোনো চিৎকার আর আমার ইন্দ্রিয় গ্রাহ্য নয়।

আমাকে দোষ দিয়ে আর কি লাভ
আমি চাই তোমাকে আগের মতো,প্রাণ দিয়ে ভালোবাসি
আমার হৃদয়, বেচারা নুয়ে আসে
থমকে দাঁড়ায়, অবশ হয়
জানায়  -আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই দেবার মতো
সেখানে ভালোবাসা পঙ্গু যেখানে মরে গেছে শ্রদ্ধা যতো।