হে প্রিয় সন্তানরা
তোমাদের সাথে বাঁচব বলে,
দিবা-নিশি এক করেছি কত কষ্টে ঘামে।
দিনের পর দিন, মাসের পর মাস
বেচেছি এ জীবন সস্তা পানির দামে।
যখন বাঁচবার সময় আসবে
তখন ছেড়ে যাবে চলে,
আর বোধহয় হবেনা বাঁচা
একই ছাদের তলে।
অতিথি হয়ে যাব একজন
আরেক জনের ঘরে,
রইবে কিছু সংকোচ
তবু বলবো কেমন করে?
শত চেনাও যেন অচেনা
মনে হবে মাঝে মাঝে,
তোমাদের জীবন বদলে যাবে
ব্যস্ত রবে কাজে।
তবুও আমি বাঁচতে চাই
তোমাদের মাঝখানে,
সুখে-দু:খে, অসুখে-বিসুখে
যাবনা অন্যখানে।
আমার তখন থাকবে না হায়!
দেবার মত কিছু,
মনে রেখ আশীর্বাদ সর্বদা
রইবে তোমাদের পিছু।