আমার নারি ছেড়া ধন
আইজ রাইতে
তুইল্লা নিয়া গেছে পুলিশরূপি যম
না জানি কপালে কি আছে রে তোর পুত্রধন।
কেন বুঝলিনা? কেন শুনলিনা কথা?
বাঁচতে গেলে সইয়া নিতে অয় অপমান
মাইন্না নিতে অয় মোড়লের সব ফরমান
ঠিক-বেঠিক নাই !
ন্যায়-অন্যায় সেতো কাগজের লিখন
কোন কালে ন্যায় মানছে কয় জন?
প্রভু যেইডা কয় হেইডাই ন্যায়, বাকি সব অন্যায়।
মুখে মুখে নীতিকথা তারা বুলিতে আওড়ায়
বল কে কবে তাদের টিকিটা ধরতে পায়?
আইজ কে বাঁচাইবে তোরে?
না জানি তোর হাড্ডি মাংস করবে আলাদা
পিটাইয়া সজোরে।
আমি কেমনে বাচাই?
বাপ রে .....
আমি যে সহায় সম্বলহীন আমার ঘরের চালা নাই।
তোরে বাঁচাইতে চাইছে তারা
হাজার পঁচিশ টাকা,
নইলে কইছে অস্ত্রসহ চালান দিব ঢাকা।
উপায় কি করি বল?
মাফ কইরা দিস দুঃখিনী মায়েরে
হায় !হায় !! খোদা
আমার নাইরে টাকার বল।