কিছু সৌরভ থাকে পড়ে
কিছু কথা অন্তরে থাকে একান্ত গোপন করে
কিছু সুখ স্মৃতি থাকে অমলিন প্রিয় প্রাণের পরে।
কি হবে সংঘাত বাড়িয়ে
সীমা ছাড়িয়ে
ভালোবাসার কিংবা বিষের।

এক বারের জীবন ক্ষণিকের ফানুস  
মরনও একবার, নয় দূরের পথিক,
দিগন্তে চিরকাল মিলবেই আকাশ
খুঁজে পাবে না তার দিক।

কর্ম পড়ে থাক পৃথিবীর পরে,
হয়তো কয়েক প্রজন্ম রাখবে মনে
বাকি সব অজানায় হারাবে ভুল করে।

এসেছিলাম বহ্নিশিখা হয়ে
প্রজ্বলনের আশায়
ক্ষীণ আলোয় হয়নি আলোকিত চারপাশ
পারিনি হতে আলোকিত নিজে
তবুও আশার প্রদীপ জ্বালি
যদি পথ খুঁজে পায় কোনো নিশাচর
আবার ফিরে পায় ঘর।

সুরম্য প্রাসাদের গৌরব
দামি সুগন্ধির সৌরভ
মিলে যাবে ধুলায় সবুজ ঘাসে সময়ের খেলায়,
অস্তিত্ব হীনতায় বাতাসে উড়বে নাম-বদনাম হেলায় ।
যখন ভাঙবে এ খেলাঘর অস্তবেলায়
দেখব ফিরে পিছে,
যেটুকু মমতা সহানুভূতির আলো জ্বালিয়েছি
সে-ই ধরেছে তুলে স্মৃতির মশাল
বাকি সবই হয়েছে মিছে। ।