তুমি চেয়েছো আমি যেন ভালো থাকি
ভালো থাকতে পারি।
আমি প্রানপন চেষ্টা করলাম ভালো থাকতে
নিজেকে ভালো রাখতে।
এখন আমি ভালো আছি
ভালো থাকতে শিখেছি
নিজেকে ভালো রাখতে জেনেছি।
জেনেছি আমাকে ভালো রাখবার জন্য
আমি ছাড়া আর কেউ নেই।
এখন,
তুমি ঈর্ষা করো
তোমার চেয়ে বেশি ভালো থাকতে শিখেছি
এই ভেবে।
তুমি চেয়েছো আমি যেন ভালো থাকি
তবে কি এর সবই ছিল তোমার ফাঁকি।
আমি যেন সাফল্যের ঠিক চূড়ায় উঠি
তুমি চেয়েছো আমার যেন উন্নতি হয় ।
তবে,
তোমার চেয়ে যেন তা বেশি না হয় ।
আমি নির্বোধ ,সহজচারী, অখল
ফাঁদে আটকে পড়া পক্ষী।
আমি আজো বিশ্বাস করি
তুমিই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্খী।