আমার ভালো থাকা হয় না তুমি ছাড়া
সব পূর্ণতা ছাপিয়ে
কি যেন এক অন্ধকার বিশাল শূন্যতা ঘিরে রাখে আমায়।
আমাকে কেন্দ্রে রেখে তার ব্যাসার্ধ দূর দিগন্ত রেখা অব্দি বিস্তৃত ।
এতো বিশাল পরিধি ভেদ করতে ব্যর্থ হই
আমি বার বার ফিরে আসি
লক্ষ হীন হাতড়াই
যেন তার কোনো সীমা পরিসীমা নাই।
আমি- ঠিক বুঝতে পারিনা কতটা শূন্যতায় হারাই।

যে শূন্যতায় বিশাল সাগরের বুকে ভাসে ছোট্ট কোন দ্বীপ
যে শূন্যতায় মরুর বুকে বাঁচে দল ছুট বেদুঈনের কোনো উঠ
যে শূন্যতা জাগে বায়ুহীনতায়, শব্দের স্থবিরতায়, প্রাণস্পন্দন  হীনতায়
আমি সেই শূন্যতাকে বুকে ধরে আছি ।
কোলাহলের ভিড়ে এক নিঃসঙ্গ নিস্তব্ধতা
এ এক অসীম শূন্যতা।