আমাকে ভুলে গেলে
আমার থেকে দূরে থাকলে
আপনার যদি ভালো হয়,
তবে কেন নয় ?

না হোক তবে
ভালোবাসার এহেন অপচয়।

অনেক করেছি ভয়
কোনো কারণে যেন হারাতে না হয়।
ভাবি সব-ই  ছিল ভুল।
নদী তার আপন গতিতে সদা বয়
পিছনে শুধু দাগ পরে রয়।

মানুষ আবার নতুন প্রিয় খুঁজে পায়।
যার প্রিয় ছিল
যে ছিল অন্ধকারে আলো হয়ে,
সে-ই  একদিন অবহেলায় পর হয়
সু দিনের ঝলকানিতে হারিয়ে যায়।

আমিও এবার থাকব দূরে সরে
কথা দিলাম,
সয়ে নেবো এই অপ্রত্যাশিত দূরত্ব
একটু একটু করে।