সময় কি বল হায়
চিরদিন একই ধারায় যায়

কখনো রুক্ষ ধূসর তপ্ত মরুর পথে একাকী ভ্রমণ
কখনো শীতল শ্যামল বৃক্ষরাজির ছায়াতলে শান্তির পবন।
কখনো ডানা ভাঙা তীব্র ঝড়ে খড়কুটো আঁকড়ে বাঁচার আকুতি
কখনো শান্ত ঝলমলে দীঘির জলে ডানা দাবড়ানো রাজহংসীর ফুর্তি।

কখনো ছন্দ হারা মনে বয়ে চলা আবেগের বিস্ফোরণ
কখনো মনের ডিঙিতে খুশির জোয়ারে ভাসবার আহবান।
কখনো পুরোনো সব চুরমার করে নতুনের আগমনী আস্ফালন
আবার কখনো ফেলে আশা দিনের সোনালী কত স্মৃতি রোমন্থন।

কখনো দম হারা ডুবুরির মতো ভেসে উঠার তীব্র আকুলতা
আবার কখনো জেনে শুনে বিষ পানে প্রাণ বিসর্জনের ব্যাকুলতা।  
কখনো বাধার পাহাড় ডিঙিয়ে সাফল্যের ঘূর্ণি তুফান
কখনো বিরহের  চাদরে মোড়ানো লক্ষ হীন হতাশ প্রাণ।

কখনো পরম উচ্ছ্বাসে জীবনের প্রতিক্ষণ বেঁচে রয়
কখনো বাঁচার প্রয়োজনে কেটে যায় দিন মাস বছর
নিঃশ্বাসের সাথে হয় কেবল প্রশ্বাসের বিনিময়।
এই তো সময়
অসীমের কাছ থেকে নেয়া
কিছুকাল বেঁচে থাকা বাকি সবটুকু অপচয়।