ফেলে আসা ওই মেঠো পথ
আমার আজও আপন,
যায়না ভোলা হোকনা এখন
যেথায় জীবন যাপন।
তেঁতুল গাছের ডালে চড়ে
সুখেরই দোল খাওয়া,
বৈশাখ মাসে বৃষ্টি ভিজে
আম কুঁড়াতে যাওয়া ।
বাঁশের সাঁকোর ওপর থেকে
লাফ দিয়েছি জলে,
বুড়ো দাদু ভয় দেখাত
কুমির ধরবে বলে।
ডুবের পরে ডুব দিয়েছি
মন ভরেনি তবু ,
এক্ষুনি বাড়ি ফিরতে হবে
সূর্য ডুবু ডুবু।