সে বলে ছিলো
" আমি বাঁচবো না তোমারে ছাড়া,
তুমিই আমার জীবন।"
কি করে বলি তারে,
আমায় ছাড়া সে দিব্যি বেঁচে আছে
আমারই কেউ নাই আপন।

আমারে ভাসাইয়া দুঃখের ভেলায়
সে গেলো উজান স্রোতে,
সে কি আমার খোঁজ নিলো আর
ভেসে রইলাম নাকি
ডুবে গেলাম মোহনাতে।