জীবনে সহজে কিছু পেলে
সেটা গ্রহণ করতে গেলে,
নয় শুধু এক বার দুই বার
বসে নিরলে ভাবো বহুবার ।

নিশ্চিত কোনো একদিন
শুধিতে হবেই তোমায় এ ঋণ,
অর্থের বিনিময়ে নয়তো
অপমানে হয়ে জেরবার l