কবিতায় আর কতটুকু-ই প্রকাশ পায়
বেশিটুকু আড়ালেই থেকে যায়।
বরফ খণ্ড তার কতটুকু-ই নজরে আসে
বেশিটুকু জলের নিচেই ভাসে।