মাঝে মাঝে একলা লাগে, শত সহস্র লোকের মাঝে।
খুঁজে ফিরি হারানো আমায় ,এই লোকালয় নয় তো আমার।
কে বা আমি ? কি পরিচয় ?কে বলো আর তার খোঁজ লয়?
চেনা সুরে জড়িয়ে ধরে কেউ বলে না-"কেমন আছিস?"
সুযোগ পেলে,এদিক এলে আমাদেরকে দেখতে আসিস।
বন্ধুরা আজ কে বা কোথায়, সময় শুধু যায় ছুটে যায়
হয় না কথা তাদের সাথে, যারা ছিল দিনে রাতে।
সাদা কালো কত মানুষ যাচ্ছে হেঁটে আমার পাশে
আমি তো এক পরবাসী আমার তাতে কি যায় আসে।
মিশে আছি স্রোতের মাঝে তবু যেন একলা লাগে,
আমার প্রিয় বাংলা ভাষায় কইব কথা কাদের সাথে।
বর্ষা কালের নতুন পানি, বৃষ্টি ঝড়ে আম কুড়ানি
যায় না শোনা খরদুপুরে কোকিলের ঐ কুহু ধ্বনি।
এখানে জীবন যন্ত্র যেমন, ঈদ পার্বনেও সাজে না মন
দিনের শেষে ভাবনা আসে,আগামী দিন কেমন যাবে।
ঘর বলো আর রাস্তা বলো এখানে সব অতি নিপুন
তবু কেন হতাশ লাগে তাতেও আর ভরে না মন।
জানি না এই চক্র ছিড়ে, ভিড়বে তরী কোন কিনারে
মাঝি আমি বৈঠা হাতে, বসে আছি অকারণে।