তুমি রক্তে মাংসে শিরায় লসিকায়
নিভৃতে করেছো বিচরণ,
আমি ঘূর্ণাক্ষরেও আঁচ করিনি
তোমার এত নিষ্ঠূর আচরণ।

আমার এ জীবন কেড়ে নিতে
তুমি করেছো এত আয়োজন,
চিরদিন এই তোমাকেই আমি
জেনেছি আমার কত প্রয়োজন।