তুমি দূরত্বে থাকলেও
মোবাইল এর স্ক্রিনে আঙ্গুল চাপলেই হয়তো
এখনই হতে পারে তোমার আমার কথোপকথন।
ভিডিও কলে এমনকি দেখতেও পারি
দুজন দুজনার মুখ।
প্রযুক্তির খাতিরে তুমি এক মিনিটের ও
কম দূরত্বে আছো বলেই আমার বিশ্বাস।
তবুও কত গড়িমসি কত সংকোচ
তোমাকে ফোন করতে
কথা বলতে
তোমার ভালোমন্দ জানতে।
ধরেই নেই তুমি অনেক ভালো আছো
নয়তো ব্যস্ত আছো।
তার চেয়ে এই ভালো
আমি না হয় পরে কোনো একদিন
তোমার অবসরে কথা বলবো।
তুমি ভালো থাকো আরো অনেক কাল।
কথায় কথায় যদি আমার দুঃখের নদীতে ঢেউ জাগে
যদি এরা উপচে পরে,উঁকি দেয়
যদি এরা ফুঁপিয়ে কেঁদে উঠে, গলে গড়িয়ে পড়ে
যদি এরা তোমার দৃষ্টিগোচর হয়
তুমি যদি হৃদয় পোড়া গন্ধ পাও
আমি তাই শঙ্কিত।
এমনি করে দিন চলে যায় মাস পেরিয়ে বছর আসে ঘুরে।
আমরা দুজন সরে যেতে থাকি দূর হতে আরো দূরে।
হয়ে উঠি অচেনা।
আমাদের কথা বলা হয়ে উঠে না আজো,
আর জানা হয় না
এখন তুমি কেমন আছো?