এখানে বিপন্ন মানবতা
ইট সুরকির ধ্বংসস্তূপে ভেসে আসে নিষ্পাপ শিশুর আর্তনাদ
চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে ফিরে আসে হয়ে লাশ।

হে পাষণ্ড সভ্যতা
তবুও কেন শোনাও তুমি মানবতার গান,
তোমার বুকে রক্ত ঝরে যুদ্ধ ডাকে বান ।

কালের স্রোতে এগোতে এগোতে তুমি
আরো বেশি নির্লজ্জ
বেহিসাবি খামখেয়ালী, তুচ্ছ কর প্রাণ।

এক পৃথিবীর সমতল বুকে কাঁটাতার আর পাথরের দেয়াল
নিষ্ঠুর হিংস্র আলাপন,
ধর্ম বর্ণ বিশ্বাস কেড়ে নিয়েছে মমতা
ছিন্ন ভিন্ন করেছে আমাদের ভালোবাসা মানবিকতা মন।

তোমরা হয়েছো বেপরোয়া নির্লিপ্ত রক্ত পিপাসু ড্রাকুলা
রক্ত রঞ্জিত তোমাদের নির্মম দু হাত
বুলেটের আঘাতে জাজরা বুকের ছিদ্রে
চোখ রেখে খুঁজো নতুন সোনালী প্রভাত।

পিতৃ মাতৃহারা নিষ্পাপ শিশু জানলো না
কি অপরাধে তার এমন পরিণতি।
হে নির্দয় বিশ্ব রাজনীতি
এপাড়ে মানুষকে উনুনে ঠেলে দাও নিজে উষ্ণতা পেতে
আর ওপারে জ্বালাও মানবতার বাতি?

ধিক তোমাদের তথাকথিত মানবতা, সভ্যতা, বিজ্ঞানের অগ্রযাত্রা
আরো কত শত মতবাদ ভিন্ন।
জানি সবই মানবতা কে ভূলুণ্ঠিত করে,
করে দুর্বল কে পৃথিবী বক্ষ হতে নিশ্চিহ্ন।

প্রিয় বাবা মা সহোদর খেলার সাথী
কেন মোড়ানো সাদা কাফনে,
হে ধরণীর বিবেকবান মানুষ
চলো একসাথে সবাই রুখে দাঁড়াই
এই অন্যায় আগ্রাসন দাফনে।