হয়তো এ ফাগুনে
শীতে হিমায়িত অভিমানের
সব বরফ যাবে গলে
নয়তো এ অসীম অপেক্ষা ঘুচবে প্রলয়ে,
মাঝে আমাদের সোনালী সময় যাবে পালিয়ে
বৃথায় অবহেলার অন্ধকার বলয়ে।

আমরা ভুল বুঝে দূরে ঠেলি একে অপরে
ফিরেও তাকাই না
অহংকার রাখি পুষে হৃদয় গহবরে ।
নিরর্থক অভিমানেরা আমাদের পিছু টেনে ধরে
নিঃশ্বাস করে রোধ।  
শব্দেরা এখন অবরুদ্ধ
ভাষার বাচালতায় মুখর হয়ে
কড়া নাড়ে না
বিচ্ছুরণ হয় না ভালোবাসার কোমল রোদ।

তারা চিৎকার করে না, অভিযোগ করে না
নীরবে বেড়ে উঠে, থাকে কষ্টের পাহাড়।
আমরা আশায় থাকি প্রতিদিন
কিছুই আগের মতো ঠিক হয়না আর।

অনেক তো হলো
এবার চল বিভাজনের পর্দা তুলে
একবার উঁকি দেই, আলো ছড়াই  
একটু উত্তাপ ঢালি একে অপরের বরফ শীতল প্রাণে।
গলে যাই, বয়ে যাই
মিশে যাই দুজন
আবার আগের মতো দুজনে।