এভাবে ঘুমাতে ঘুমাতে কাটবে শত সহস্র প্রহর
একদিন আসবে ভোর
জাগবো না আমি
খুলবো না আর দোর।
ছুটে যাবো উল্কার বেগে
স্ফুলিঙ্গ ছড়িয়ে পিছে
দূর হতে দূর সম্মুখ ছাড়িয়ে
ডেকো না আমায় আর মিছে।
শত সহস্র গ্যালাক্সি আর মিল্কিওয়ে পেরিয়ে
যাবো ওই অসীম এর পথে।
চড়বো আমি একেলা যেদিন
ওই সময়ের রথে।
ফিরবো না আর কোনো আহবানে
কোনোদিনও নয়
কোনো কারণে বা অকারণে
বৈশাখী মেলা ঈদের জামাত কিংবা বন্ধুর আমন্ত্রণে।
যত ভালোবাসা যত অভিমান
রইবে না তাদের আর কোনো দাম।
ছিল এক জীবন ছন্নছাড়া
ভালোবাসা ছিল স্বপ্নে গড়া
তোমাদের প্রতিদান।