তুমি এক ভূবন আলো করা অবাক অরুণোদয়,
তুমি আমার আগামীর পথে দীপ্তি জ্যোতির্ময়।
তুমি এক অপার সম্ভাবনার খুলেছো বন্ধ দ্বার,
তুমি আমার ভীরু হৃদয়ে আজ সাহসের সঞ্চার।

তুমি দিয়েছো পুরোনো আমাকে নতুন পরিচয়,
তোমার হাতে আমার নিশান উড়বে জগৎ ময়।
তুমি তুলেছ মনোবীণায় নতুন সুরের ঝংকার,
তুমি আমার বাঁধভাঙা খুশি উজান স্রোতের দাঁড়।

এ জীবনে শ্রেষ্ঠ উপহার তুমি -ওই  মহান স্রষ্টার ,
কৃতজ্ঞতা- কি দিয়ে প্রকাশ করবে এ গুনাগার।  
আমার জীবন পূর্ণতা পেলো  তুমি এসেছো তাই,
তোমার নিষ্পাপ হাসিতে যত প্রশান্তি খুঁজে পাই।

আমার জীবন তুচ্ছ আজিকে হারাবার গেলো ভয় ,
তোমার মাঝে পূর্ণতা পাবে আমার যত ক্ষয়।
তুমি আছো তাই হয়তো কদিন-মোর মরণের পরে,
আমার নামে দু ফোটা অশ্রু ঝড়াবে যতন করে।