নিঃশব্দে কুয়াশায় ঢেকে  
সময় উজানে বয়,
নিঃশব্দে আকাশ রাঙে
ধূমকেতুর হয় ক্ষয়।

নিঃশব্দে অঙ্কুরে বীজ
দূর্বায় শিশির ধরে,
নিঃশব্দে গুণ্ডিত মন
হৃদয়ে রক্ত ঝরে।

নিঃশব্দে জোনাকি জ্বলে
নিশি আলোয় হারায়,
নিঃশব্দে প্রেমের মরণ
ঘৃণারা পা বাড়ায় ।

নিঃশব্দে আপন হয় পর
কষ্টরা বুকে জাগে,
নিঃশব্দে বাঁচে এ প্রাণ
অন্তরে দাগ থাকে।