ছানাগুলি সব উড়ে গেছে একে একে
শূন্য নীড় পড়ে আছে প্রাণস্পন্দন হীন
কলরব হীন, নীরব, নি:শব্দ।
মৃদু বাতাসে দুলছে নীড় এপাশ-ওপাশ।
যেন এক্ষুণি পড়বে খসে।
প্রহরী দুজন অবসর পেয়ে
অলস ব্যস্ততা হীন, নিথর
অচেনা শোকে কাতর।
চোখে চোখে চেয়ে রয়, সীমাহীন বেদনায়
অশ্রু গড়িয়ে পড়ে নিঃশব্দ কান্নায়।

ছানাগুলি সব উড়ে গেছে একে একে
ঠেকানো যায়নি তাদের
ভালবাসা কিংবা মায়ার বাঁধনে।
সবাই উড়ে গেছে একে একে
রেখে গেছে হাজার লক্ষ মধুর স্মৃতি
আর দিগন্ত বিস্তৃত শূন্যতা।

প্রহরীরা চেয়ে রয় দূর আকাশের সীমায়
আর এক নজর দেখবার তৃষ্ণায়,
এত কালের স্মৃতি বিজড়িত নীড়
আজ অবহেলায় ফেলে যায় পিছে,
এত স্বপ্ন-আশা-ভালোবাসা
তবে সব ই কি ছিল মিছে?

প্রহরীরা আজও অপেক্ষায়
যদি ছানাগুলি পথ ফিরে পায়,
আবার ডানার আড়ালে
এসে আশ্রয় চায়।

দিন যায় বছর যায়
চোখের আলো ঝাপসা প্রায়
তবুও ছানারা আর ফিরে না কুলায়।
জীবনের খোঁজে সময়ের স্রোতে
তারা দূর হতে আরো দূরে সরে যায়
শুধু শূন্য নীড় থাকে প্রতীক্ষায়।